নিজের দোকানে আগুন দিয়ে প্রতিপক্ষকে মামলায় ফাঁসানের অপচেষ্টার অভিযোগ

জীবননগর ব্যুরো: প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ভাঙড়ি দোকানে আগুন দেয়া হয়েছে। জীবননগর উপজেলার বালিহুদা গ্রামের ভাঙড়ি ব্যবসায়ী আসাদুল ইসলাম গত ২০ জানুয়ারি নিজেই নিজের দোকানে আগুন দিয়ে একই গ্রামের প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। অভিযুক্ত সেন্টু রহমানসহ অন্যদের অভিযোগ আসাদুল নিজে এ কাজ করে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। প্রকৃত কাহিনী তুলে ধরে গতকাল শনিবার তারা থানায় আসাদুলেল বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন।
বালিহুদা গ্রামের সেন্টু রহমানের লিখিত অভিযোগ থেকে জানা যায়, একই গ্রামের ভাঙড়ি ব্যবসায়ী আসাদুল তাদেরকে ফাঁসাতে গত ২০ ফেব্রুয়ারি রাতে এরশাদ ও শামীমকে সাথে নিয়ে মাধবপুর বাজারে যায়। এ সময় তারা বাজারের শহিদুল মোল্লার ছেলে জুয়েলের নিকট থেকে আধা লিটার পেট্রোল কেনে। এ পেট্রোল নিয়ে রাতে সে তার ভাঙড়ির দোকানে আগুন লাগায়। আগুন লাগানোর পর সে ফাঁসাতে আমাকেসহ অন্যদের বিরুদ্ধে জীবননগর থানায় অভিযোগ দায়ের করে। এদিকে গত শুক্রবার এ নিয়ে গ্রাম্য সালিসসভার আয়োজন করা হলেও আসাদুল সালিসে হাজির হয়নি। ফলে সালিসসভা ভণ্ডুল হলে বিষয়টি যে আসাদুল উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে তা প্রমাণিত হয়। এ অবস্থায় গ্রাম্য মাতব্বর ও এলাকাবাসী আসাদুলের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা তার জন্য গণস্বাক্ষর করেছে। গণস্বাক্ষরকৃত পাল্টা অভিযোগপত্র গতকাল থানায় জমা দেয়া হবে বলে জানানো হয়েছে।