নিজস্ব জমিতে বিজিবির উথলী বিশেষ ক্যাম্পটির নির্মাণ কাজ শুরু

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগরের বিজিবির উথলী বিশেষ ক্যাম্পটি নিজস্ব জমিতে ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে উথলী বাসস্ট্যান্ডের কাছে মহাসড়কের পাশে ক্যাম্পটির মাটি কাটা কার্যক্রম শুরু হয়েছে। রাস্তার পাশে বিশেষ ক্যাম্পটি নির্মাণ হলে চোরাচালান রোধসহ ডাকাতির ঘটনা এ সড়কে অনেকটাই কমে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এলাকাবাসীরা জানায়, বিগত ২০ বছর আগে জীবননগরের উথলী গ্রামে বিএডিসির পরিত্যক্ত গোডাউন ভবনটিতে বিজিবির উথলী বিশেষ ক্যাম্পের কার্যক্রম চালু হয়। সেই থেকে চোরাচালান রোধসহ এলকাবাসীর নিরাপত্তা অনেকটাই নিশ্চিত ছিলো। এরপর বিজিবির আধুনিকায়নের জন্য সড়কের পাশে এক একর জমি অধিগ্রহণ করা হয়। কর্তৃপক্ষ বিজিবির উথলী বিশেষ ক্যাম্পের নির্মাণের জন্য টাকা বরাদ্দ দেয়। অবশেষে একতলা বিশিষ্ট ক্যাম্পটি আগামী এক বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে কর্তৃপক্ষ আশা করছে।

৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চুয়াডাঙ্গার পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, বিজিবির হেড কোয়ার্টারের পূর্ত শাখা ভবনটির নির্মাণ কাজ করছে। তবে স্থানীয় বিজিবি ভবন নির্মাণের কাজটি তদারকি করছে।