নিখোঁজ মালয়েশীয় বিমানের ধ্বংসাবশেষের সন্ধান!

 

মাথাভাঙ্গা মনিটর: ভারত মহাসাগরের তলদেশে ৫৮টি বস্তুর সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এগুলো মালয়েশীয় নিখোঁজ এমএইচ-৩৭০ বোয়িং বিমানের ধ্বংসাবশেষ। তাহলে ছয় মাস আগে নিখোঁজ বিমানটির অনেক রহস্যের সমাধান হবে। মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লিও তিয়ং লাই গতকাল রোববার সংবাদ সম্মেলনে বলেন, ভারত মহাসাগরের তলদেশে ৫৮টি কঠিন বস্তু পাওয়া গেছে। তবে এখনো নিশ্চিত নয় এগুলো নিখোঁজ মালয়েশিয়ান বিমানের কি-না। তিনি বলেন, অস্ট্রেলিয়ার নেতৃত্বাধীন জয়েন্ট অ্যাজেন্সি কো-অরডিনেশন সেন্টার (জেএসিসি) বর্তমানে খোঁজ পাওয়া বস্তুগুলোর তথ্য উপাত্ত বিশ্লেষণ করছে। প্রসঙ্গত, গত ৮ মার্চ কুয়ালামপুর থেকে বেইজিঙের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর যাত্রীবাহী বোয়িং-৭৭৭ বিমানটি হারিয়ে যায়। এর পর অনেক খোঁজাখুজির পর বিমানটির কোনো হদিস পাওয়া যায়নি। বিমানটিতে মোট ২৩৯ জন আরোহী ছিলো। এর মধ্যে ১৫৪ জনই ছিলো চীনের নাগরিক।