নাটুদহ বোয়ালমারীতে গ্রেফতার আতঙ্কে এলাকাবাসী ॥ ভুক্তভোগী পরিবারের নানা অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের বোয়ালমারী গ্রামে বর্তমানে চরম গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। বিভিন্ন পরিবার নানা অভিযোগ করছে।

জানা গেছে, মাসখানেক ধরে বোয়ালমারী গ্রামে চাঁদাবাজি, সন্দেহমূলকসহ বিভিন্ন মামলায় দফায় দফায় চালানো হচ্ছে গ্রেফতার অভিযান। এর মধ্যে নাটুদহ মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রও আছে। ভাটায় চাঁদাবাজিতে এক নারীও আছে। বর্তমানে বোয়ালমারী স্কুলপাড়ার কাঁচামাল ব্যবসায়ী মৃত দেলোয়ারের ছেলে খোরশেদ (৬০) হাজতবাস করছে। তাদের পরিবারের অভিযোগ, তার বাবা নিরীহ প্রকৃতির মানুষ। তিনি কাঁচামালের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। কাসেমের ছেলে দশম শ্রেণির ছাত্র সাইমনকে আটক করে ছেড়ে দেয়। নেয়াজ উদ্দীনের ছেলে আলিবদ্দী, সাত্তারের ছেলে হাফি, ফকিরের ছেলে ইফা ও গাজীকে আটক করে দোষী না হওয়ায় দামুড়হুদা মডেল থানা পুলিশ পরে ছেড়ে দেয়। প্রত্যেক পরিবারের অভিযোগ যে প্রকৃত অপরাধী সে যেই হোক না কেন তাকে আটক করা হোক এবং গ্রেফতারের পূর্বে তদন্ত করে যদি অপরাধী হয় তাহলে যে শাস্তি দেবে তা মাথা পেতে নেবো। অযথা নিরীহ কোনো মানুষ হয়রানির স্বীকার না হয় সে বিষয়টির প্রতি নজর দেয়ার জন্য দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চুয়াডাঙ্গা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারসহ সচেতনমহল।