নাটাব চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে যক্ষ্মা প্রতিরোধে সামাজিক আন্দোলন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে যক্ষ্মা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে জেলার এনজিওদের সাথে গতকাল বেলা ১১টার দিকে সিনেমা হলপাড়া প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা প্রকল্প অফিসে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা নাটাব সভাপতি চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ওয়ালিউর রহমান নয়ন। বক্তারা বলেন, যক্ষ্মা হলে রক্ষা নাই এই কথার ভিত্তি নাই, যক্ষ্মা লক্ষণ বোঝা মাত্রই কফ পরীক্ষা করে নিয়মিত চিকিৎসা করালেই যক্ষ্মা ভালো হয়ে যায়। যার জন্য সরকারের পাশাপাশি এনজিওদের সচেতনতা বৃদ্ধি করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এহসানুল হক মাসুম, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, পল্লি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইলিয়াছ হোসেন, আকাঙ্ক্ষা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাহীন সুলতানা মিলি, ডেয়ারের নির্বাহী পরিচালক আলাউদ্দিন, নাটাব চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্মসম্পাদক টিপু সুলতান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা নাটাবের সোসাল মবিলাইজার জাহাঙ্গীর আলম, সার্বিক সহযোগিতায় ছিলেন মহিবুল হাবীব ও শারমীন আক্তার।