নাইটগার্ড খলিলের জীবনে নেশাই কী কাল হলো? 

 

জীবননগর ব্যুরো: অতিমাত্রাইল নেশাই কী শেষ পর্যন্ত নাইটগার্ড খলিলের জীবনে কাল হলো? এমন প্রশ্ন বেনীপুর গ্রামবাসীর। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বাঁওড়ের নাইটগার্ড খলিলুর রহমানের (৪৮) লাশ বাঁওড় থেকে উদ্ধারের পর এমন প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। পুলিশও অবশ্য সে রকম কথায় বলছে। গত সোমবার রাতে বাঁওড় থেকে ভাসমান অবস্থায় খলিলের লাশ উদ্ধার করে পুলিশ। রোববার রাতে থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল মঙ্গলবার ময়নাতদন্ত শেষে তার লাশ দাফন করা হয় বলে জানা যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বেনীপুর বিশ্বাসপাড়ার মাতবরের ছেলে খলিল বেনীপুর বাঁওড়ে নাইটগার্ডের চাকরি করেন। তার সাথে আরও ৩ জন বাঁওড়ে নাইটগার্ডের চাকরি করেন। প্রতিদিন রাতে ৪ নাইটগার্ড নৌকা নিয়ে বাঁওড় পাহারা দিয়ে থাকেন। এলাকার একাধিক সূত্র জানিয়েছে, খলিল অতিমাত্রায় নেশা করতো। রাতে বাঁওড় পাহারা দিতে যাওয়ার আগে প্রায় নেশা করে যেতেন তিনি। ১ সন্তানের জনক খলিল গত রোববার সন্ধ্যায় নৌকায় করে বাঁওড় টহলে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সোমবার পর তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ রাতেই তার মরদেহ উদ্ধার করে। লাশ উদ্ধারকালে খলিলের মুখ দিয়ে মদের গন্ধ বের হচ্ছিলো বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এখন ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠিক কি কারণে নাইটগার্ড খলিলের মৃত্যু হয়েছে।