নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত : নিহত ১৩

মাথাভাঙ্গা মনিটর: নাইজেরিয়ার জনবহুল শহর লাগোসে একটি ছোট যাত্রীবাহী বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। দেশটির বিমানমন্ত্রী জোওবি গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, অ্যাসোসিয়েট এয়ারলাইনসের বিমানটি দক্ষিণ পশ্চিমের আকুরে শহরের দিকে যাত্রা শুরু করেছিলো। বিমানটিতে ২০ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। তবে বিমানটির ধরন সম্পর্কে তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তিনি বলেন, ‘বিমানটি ঠিকভাবে উড়তে পারেনি তাই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর কয়েকজনকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কমপক্ষে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরের যেখানে জ্বালানি রাখা হয় বিমানটি সেখানে বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শেষকৃত্যের জন্য বিমানটিতে অন্ধ্র প্রদেশের সাবেক গভর্নরের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছিলো। বিমান বিধ্বস্তের ঘটনা নাইজেরিয়াতে প্রায়ই ঘটে। দেশটিতে গত বছরের জুন মাসে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১শ ৬০ জন নিহত হয়।