নরসিংদীর ৬ খুন : হাইকোর্টের বিভক্ত রায়

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে একই পরিবারের ছয়জনকে খুনের ঘটনায় নিম্ন আদালতের দেয়া সাজার বিরুদ্ধে আপিলে বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শহিদুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আবদুর রবের বেঞ্চ গতকাল রোববার আপিল ও ডেথ রেফারেন্সের নিষ্পত্তি করে এ রায় ঘোষণা করেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি শহিদুল ইসলাম নিম্ন আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিকে খালাস দেন। তবে অপর বিচারপতি আবদুর রব নিম্ন আদালতের রায় বহাল রাখেন। বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া সাতজন হলেন- আক্তারুজ্জামান, দুদ মিয়া, ফজলুল হক, মো. জাহাঙ্গীর, স্বপন মিয়া, সফিক ভুঁইয়া ও শহিদ মিয়া। হাইকোর্টে আসামিপক্ষে এ মামলার শুনানি করেন অ্যাড. খবিরউদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যার্টনি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। নিয়ম অনুযায়ী মামলাটি নিষ্পত্তির জন্য এখন তৃতীয় কোনো বেঞ্চে পাঠাবেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি। ২০০৭ সালের ১৬ মে নরসিংদী জেলার দেলানগর পূর্বপাড়ার যুবরাজ ভিলায় রইস উদ্দিন ও তার স্ত্রী সালমা বেগম, ছেলে রাজিবসহ মোট ছয়জনকে গলা কেটে খুন করা হয়। এরপর ২২ মে সালমা বেগমের বড় ভাই শাহজাহান ভুইয়া নরসিংদী সদর থানায় এ মামলা দায়ের করেন। ২০০৮ সালের ১৭ মার্চ নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ ওই সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে সাত দিন পর হাইকোর্টে আপিল করে আসামিপক্ষ। দীর্ঘ শুনানি শেষে আপিল নিষ্পত্তি করে হাইকোর্ট রোববার এই বিভক্ত রায় দেন।