নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ঝিনাইদহে যুবলীগের মিছিল ও সমাবেশ

 

আগামীতে শোক দিবসে বিএনপি নেত্রী জন্মদিন পালন করলেই হামলা হবে

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা যুবলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের এইচএসএস সড়কে জেলা যুবলীগ কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধু স্মৃতি ভাস্কর্য প্রেরণা-৭১ এ পুষ্পমাল্য অর্পণ করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, প্রচার জেলা যুবলীগের আহ্বায়ক কাজী আশফাক মাহমুদ জন, যুগ্মআহ্বায়ক রাশিদুর রহমান রাসেল, হাফিজুর রহমান, রাজু আহমেদ, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা মিথুন ও সাংগঠনিক সম্পাদক ফাহিম মুনতাসির চন্দন।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের লোকজনকে হত্যা করে বদলা নিতে চেয়েছিলো। জাতির জনকের পরিবারকে নিশ্চিহ্ন করতে না পেরে তারা আবার ২০০৪ সালে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা চালায়। শেখ হাসিনাকে হত্যার জন্য ২১ বার চেষ্টা করেছে। আমরা তাদের ওপর গ্রেনেড হামলা করবো না। বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। আগামীতে ১৫আগস্ট শোক দিবসে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া পাতানো জন্মদিন পালন করলে সেই অনুষ্ঠানে যুবলীগের নেতৃত্বে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়। শোকের মাসে সমাবেশ থেকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশগড়ায় নেতাকর্মীদের অংশ নেয়ার আহ্বান জানানো হয়। গত বুধবার ঝিনাইদহ জেলা যুবলীগের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় যুবলীগ।