ধর্ষণের অভিযোগে বিশ্বভারতীতে গ্রেফতার বাংলাদেশি পিএইচডির ছাত্র

মাথাভাঙ্গা মনিটর: ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনের বিশ্বভারতীতে ফের ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগ যিনি করেছেন তিনি একজন বাংলাদেশি। যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনিও বাংলাদেশি। গত শনিবার বিশ্ববিদ্যালয়েরই পিএইচডির এক গবেষক ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন পাঠ ভবনের দ্বাদশ শ্রেণির এক বাংলাদেশি ছাত্রী। এ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে পিএইচডির ওই ছাত্রকে। পুলিশ জানিয়েছে, আটক ওই ছাত্রের নাম মোহাম্মদ সফিকুল ইসলাম। সফিকুল বিশ্বভারতীর রুরাল এক্সটেনশন সেন্টার (আরইসি) বিভাগে পিএইচডি করছেন। তার বিরুদ্ধে ছাত্রীর অশ্লীল ছবি তোলার অভিযোগও রয়েছে। শনিবার তাকে বোলপুর এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। তার বিরুদ্ধে ধর্ষণ, অশ্লীল ছবি তোলা ও ভীতি প্রদর্শন এ তিনটি ধারায় মামলা করা হয়েছে।