ধর্মের দোহাই তুলে আলমডাঙ্গা স্টেশনে প্রতারণার অভিনব ফাঁদ

 

আলমডাঙ্গা ব্যুরো: ধর্মের দোহাই তুলে আলমডাঙ্গা স্টেশনে প্রতারণার অভিনব ফাঁদ পেতেছে ধর্মব্যবসায়ীচক্র।

জানা গেছে, আলমডাঙ্গা রেলস্টেশনে অভিনব প্রতারণার ফাঁদ পেতেছে ধর্মব্যবসায়ীচক্র। স্টেশনে মসজিদ, মাদরাসা ও মাজারের নামে দানবাক্স লাগিয়ে প্রতিদিন তারা ধর্মপ্রাণ মানুষের নিকট থেকে আর্থিক সুবিধা লুটে নিচ্ছে। কোনো নির্দিষ্ট মসজিদ, মাদরাসা কিংবা মাজারের দানবাক্স না হওয়ায় এগুলোকে বেওয়ারিশ দানবাক্স বলে অনেকে মন্তব্য করেছেন। ধর্মপ্রাণ ও ধর্মের প্রতি অনুরক্ত ব্যক্তিদের মনে সহানুভূতি ও ভীতি সঞ্চার করতে এ সকল দানবাক্সে লেখা হয়েছে ‘জান্নাতের সুখের আশায় মুক্ত হচ্ছে দান করুন।’ এ সকল দানবাক্সের টাকা আদৌ কোনো মসজিদ, মাদরাসা কিংবা মাহফিলে পৌঁছে কি-না তা একবারও না ভেবে জান্নাতের আশায় সহজ-সরল ধর্মপ্রাণেরা দানবাক্সে টাকা ফেলে চলেছেন। ফলে প্রতিদিন ধর্মপ্রাণ ব্যক্তিদেরকে প্রতারণা করে ঠকিয়ে এক শ্রেণির ধর্মব্যবসায়ীরা অবৈধভাবে লাভবান হচ্ছে।

এভাবে ধর্মপ্রাণ ও ধর্মের প্রতি অনুরক্ত ব্যক্তিদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করে যাওয়া ব্যক্তি বা গোষ্ঠীর পরিচয় স্টেশনে অবস্থানকারীদের কেউ বলতে পারেননি। মসজিদ, মাদরাসার নির্দিষ্ট ঠিকানাবিহীন এ সকল বেওয়ারিশ দানবাক্স আলমডাঙ্গা স্টেশন থেকে অপসারণ করা উচিত বলে মন্তব্য করেছেন সচেতনমহল।