ধর্মীয় প্রতিষ্ঠানে দান করলে সম্পদ কমে না বরং বাড়ে

দামুড়হুদা উপজেলা মসজিদের নতুন ভবন উদ্বোধনকালে এমপি আলী আজগার টগর

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদা উপজেলা জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মধ্যদিয়ে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।

তিনি বলেন, এটা এলাকার একটি বৃহত্তর মসজিদ। বিভিন্ন এলাকার মানুষ এ মসজিদে নামাজ আদায় করেন। আপনারা যে যেভাবে পারেন বেশি বেশি দান করার চেষ্টা করবেন। কারণ ধর্মীয় প্রতিষ্ঠানে দান করলে সম্পদ কমে না বরং বাড়ে। এছাড়া রমজান সমাগত। মসজিদে জরুরিভিত্তিতে এসি লাগানো প্রয়োজন। পরে এমপি টগরের আহ্বানে সাড়া দিয়ে উপজেলা চেয়ারম্যানসহ ইউপি চেয়ারম্যানগণ ৬টি এসি দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার নবাগত জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাও. আব্দুল গফুর, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, আজিজুল হক আজিজ, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফ, মসজিদ উন্নয়ন কমিটির সদস্য দামুড়হুদা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজি মোফাজ্জেল হোসেন, তালিম হোসেন, হাজি ওয়ালিউল হক, হাজি লিয়াকত আলী, হাজি আব্দুল কাদির, হাজি শফিকুল ইসলাম ময়না, দামুড়হুদা উপজেলা জামে মসজিদের সদস্য সচিব সহকারী শিক্ষা অফিসার হুমায়ুন কবির, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ইসমাইল হোসেন, আবুল হাশেম প্রমুখ।