দৌলতপুরে শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রী নিপীড়নের অভিযোগ : বিচারের দাবিতে বিক্ষোভ

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করে ছাত্রছাত্রী ও এলাকাবাসী বিক্ষোভ করেছে।

থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পূর্ব তারাগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিদুল ইসলাম হিটা গত সোমবার সকাল ৬টার দিকে স্কুলের একটি কক্ষে প্রাইভেট পড়ানোর সময় পার্শ্ববর্তী থানা মোড় এলাকার কাঠব্যবসায়ীর পঞ্চম শ্রেণি পড়ুয়া কন্যাকে (১০) একা পেয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রী চিৎকার করার চেষ্টা করলে শিক্ষক মফিদুল ইসলাম হিটা তাকে কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। স্কুলছাত্রী বাড়ি গিয়ে তার অভিভাবকদের বিষয়টি জানালে এলাকাবাসী শিক্ষকের বিরুদ্ধে ফুঁসে ওঠে। বিক্ষুব্ধ ছাত্রছাত্রী ও এলাকাবাসী গতকাল মঙ্গলবার বেলা ১০টার দিকে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করে তারাগুনিয়া বাজারে বিক্ষোভ করে। এ ঘটনার পর শিক্ষক মফিদুল ইসলাম হিটা পালিয়েছে। দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ওই ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন।