দৌলতপুরে মাথাভাঙ্গা নদী থেকে বালি তুলছে বালিখেকোরা

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা এলাকায় মাথাভাঙ্গা নদী থেকে জোর করে বালি তুলছে স্থানীয় বালিখেকোরা।

এলাকাবাসীর বিরোধিতা সত্ত্বেও ওই বালিখেকোরা বেপরোয়াভাবে বালি তোলার ফলে নদীতীরে অবস্থিত শেহালা কমিউনিটি ক্লিনিক, দুটি শিক্ষা প্রতিষ্ঠান, ভূমি অফিস, বাজার ও দরবার শরিফসহ শেহালা গ্রাম হুমকির মুখে পড়বে। এলাকাবাসী এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার হন্য জেলা প্রশাসকের নিকট আবেদন করেছে।

জানা গেছে, শেহালা গ্রামের মৃত জল্লাদের ছেলে খিলাফত আলী (৪৫) ও তার সহযোগীরা মাথাভাঙ্গা নদীর শেহালা মৌজা এলাকায় ড্রেজার মেশিনের সাহায্যে বালি তুলছেন। স্থানীয়রা এ ব্যাপারে প্রতিবাদ জানালে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে।

এলাকাবাসী জানায়, শেহালা, মধুগাড়িসহ এ এলাকায় মাথাভাঙ্গা নদীতে ৪টি পয়েন্টে খিলাফত ও তার লোকজন মেশিন দিয়ে বালি তুলছেন। তারা আরো জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন করার ফলে, তাকে বালিখোর খিলাফত নামে সবাই জানে। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমুল হক পাভেল জানান, তিনি ছুটিতে ছিলেন তাই বিষয়টি তিনি অবগত নন।