দেশ জাতি ও উন্নত সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অনেক : হুইপ ছেলুন জোয়ার্দ্দার

 

স্টাফ রিপোর্টার: দেশ জাতি ও উন্নত সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রয়েছে অনেক। সেক্ষেত্রে চুয়াডাঙ্গার সাংবাদিকরাও অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের একাংশের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি আরও বলেন, শুধু নেতিবাচক সংবাদ নয়, এখন মানুষ উন্নয়নের সংবাদ দেখতে ও পড়তে চায়। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কোনো গোষ্ঠী ও কারো প্ররোচনায় নয়, অতীতের মতো নতুন কমিটিও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে চুয়াডাঙ্গার উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরো সামনের দিকে এগিয়ে যাবে এমনটাই আমি প্রত্যাশা করি।

ইউনিটের সভাপতি অ্যাড. মানিক আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. শামশুজ্জোহা। এরপর নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। ফুলেল শুভেচ্ছা শেষে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মরিয়ম শেলীর স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয় আলোচনাসভা। বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ, সাংবাদিক সমিতির কেন্দ্রীয় নেতা হাসিবুর রহমান, জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. শামশুজ্জোহা, বিএমএ’র চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন, প্রবীণ সাংবাদিক অ্যাড. কামরুল আরেফিন, আনোয়ার হোসেন, উদীচীর সাধারণ সম্পাদক হাবীবী জহির রায়হান ও সাংবাদিক আতিয়ার রহমান। আলোচনা শেষে আবৃত্তি পর্ষদের ছোট্ট সোনামণিরা আবৃত্তি পরিবেশন করে।