দেশ ও জাতির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে

চুয়াডাঙ্গা পৌর ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের আলোচনাসভায় জেলা সভাপতি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের আলোচনাসভা গতকাল ভি.জে স্কুল সড়কের হোটেল রয়েল ব্লুর কনফারেসন্স রুমে অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদু।

এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে- পৌর ছাত্রলীগ নেতা কানন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ আহম্মেদ, সাবেক ক্রীড়া সম্পাদক ভূলন, সাবেক কলেজ ছাত্রলীগের সভঅপতি বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কালু, সদর থানা সাংগঠনিক সম্পাদক বাবু, বুলবুল, শিমু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম পারভেজ, সজল, সহসভাপতি হাসান, জাহাঙ্গীর, জর্জ, যুগ্ম সম্পাদক মাফি, দফতর সম্পদক তাপু, সদর থানা সহসভাপতি ইমরান, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জানিফ, বিপ্লব, জেলা ছাত্রলীগ নেতা ডেভিড আহম্মেদ, সজল, শান্ত, আজগার, রাজা, মফিদুল, ১‌ নং ওয়ার্ড সাংগঠকি সম্পাদক হাসিবুল, ৫ নং ওয়ার্ড সভাপতি মারুফ, সাধারণ সম্পাদক রাকিব প্রমুখ। উপস্থিত ছিলেন- সাজ্জাদ, নাজমুল, জিপু, রমিজ, রাতুর, রাফি, রাব্বি, ইউসফু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকি হুসাইন।

আলোচনাসভার প্রধান অতিথি জেলা ছাত্রলীগ সভাপতি বক্তব্য দিতে গিয়ে বলেন, বর্তমান সরকার শিক্ষা, কৃষি থেকে শুরু করে সকল ক্ষেত্রেই উন্নতি করেছে। এখন আর কৃষকদের যেমন সারের জন্য লাইন দিতে হয় না, তেমনই ছাত্রছাত্রীদেরও লেখাপড়ার জন্য বইয়ের সঙ্কটে ভুগতে হয় না। বর্তমান সরকারের এসব কল্যাণমূলক কর্মকাণ্ড দেশের সাধারণ মানুষকে জানাতে হবে। জনগণের কল্যাণে ছাত্রলীগের সকল নেতাকর্মীকে আন্তরিকভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে ছাত্রলীগ সব সময়ই দেশের কল্যাণে কাজ করেছে, করছে। দেশ ও জাতির কল্যাণে সম্মিলিতভাবে আগামীতেও দেশের কল্যাণে কাজ করতে হবে।