দেশে ফিরিয়ে আনার পর বিজিবির মামলায় দুভাই জেলহাজতে

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা ঠাকুরপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের পর বিএসএফের হাতে আটক দু ভাইকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার পর বিজিবির দায়ের করা মামলায় দু ভাইকেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের উভয়কেই জেলহাজতে প্রেরণের আদেশ দেন। জানা গেছে, মাগুরা জেলার সদর উপজেলার লোকনাথপুর নতুনপাড়া গ্রামের মহির উদ্দীনের দু ছেলে সাগর (৪৪) ও হানিফ (২২) কাজের সন্ধ্যানে গত মঙ্গলবার বিকেলে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। ভারতে প্রবেশের পর মালোপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে এবং বিষয়টি বিএসএফ পত্র মারফত বিজিবিকে জানায়। এ সংক্রান্তে রাত ৮টার দিকে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবি তাদেরকে দেশে আনে এবং অবৈধ অনুপ্রবেশের দ্বায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে বিজিবি। দামুড়হুদা থানা পুলিশ গতকাল দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক ওই দু ভাইকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।