দেশের টুকিটাকি : শাফাত ৬ দিন ও সাদমান ৫ দিনের রিমান্ডে

শাফাত ৬ দিন ও সাদমান ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার: রাজধানীর বনানীতে দুই বিশ্ববিদ্যালয়ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেফতার শাফাত আহমেদকে ৬ দিনের এবং সাদমান সাকিফকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে এই দুজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালতে হাজিরের পর পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানির পর মহানগর হাকিম রায়হান উল ইসলাম শাফাতকে ৬ দিনের ও সাদমানকে ৫ দিনের রিমান্ডের আদেশ দেন। সাদমান সাকিফের আইনজীবী আবদুর রহমান হাওলাদার বলেন, তার মক্কেল ধর্ষণের ঘটনার সাথে সরাসরি জড়িত ছিলেন না। এটি এজাহারেই বলা আছে। রিমান্ড বাতিল চেয়ে জামিন চাওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে সিলেটে গ্রেফতার হন শাফাত ও সাদমান। পুলিশ সদর দফতরের একটি বিশেষ দল রাত নয়টার দিকে জালালাবাদের একটি বাড়ি থেকে দুজনকে গ্রেফতার করে। জালালাবাদের একটি বাড়িতে তারা লুকিয়ে ছিলেন। পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গোপনীয়) মো. মনিরুজ্জামান এসব তথ্য জানান।

 

 

 

প্রথমবারের মতো জন্ম নিয়েছে বিরল প্রজাতির কচ্ছপের বাচ্চা

স্টাফ রিপোর্টার: পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে প্রথম বার ডিম থেকে ২৮টি বিরল প্রজাতির বাটাগুর বাসকা কচ্ছপের বাচ্চা ফুটেছে। গতকাল শুক্রবার সকালে এ বাচ্চাগুলো করমজলের কচ্ছপ প্রজনন কেন্দ্রের চৌবাচ্চায় অবমুক্ত করা হয়। এর আগে একটি ‘বাটাগুর বাসকা’ কচ্ছপের পাড়া ডিম থেকে গত ৮ মে থেকে ১০ মে পর্যন্ত এ বাচ্চাগুলি ফোটে। এরপর বাচ্চাগুলোকে নিবিড় পর্যাবেক্ষণে রাখা হয়। শুক্রবার বিকেলে করমজল বন্যপ্রাণী প্রজজন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৩ মার্চ পূর্ব সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে প্রথম বারেরমত ৩১টি ডিম পাড়ে বিরল প্রজাতির একটি ‘বাটাগুর বাসকা’ কচ্ছপ। দুই মাসের ব্যবধানে ওই ডিমের মধ্যে ২৬টি ডিম থেকে গত ৮ মে ৪টি, ৯ মে ১৯টি এবং ১০ মে ৩টি কচ্ছপরে বাচ্চা ফোটে। বাকি ৫টি ডিমের মধ্যে ৩টি নষ্ট হয়ে গেছে এবং ২টি ডিম থেকে আরও ২টি কচ্ছপের বাচ্চা জন্ম নিয়েছে যাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।