দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে দেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার

মাথাভাঙ্গা ডেস্ক: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ, আলোচনাসভা, দোয়া মাহফিল এবং দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও বাধা প্রতিহত করে দেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকারের মধ্যদিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। গতকাল গতকাল রোববার চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে এ দিবস পালিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধানমন্ত্রী স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনের ভেতরে যান এবং সেখানে বেশ কিছু সময় অতিবাহিত করে।
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ৭টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি জাতীয় পতাকা এবং প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না সাংগঠনিক পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দর্শনা অফিস জানিয়েছে, সকালে দর্শনা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনাসভার আয়োজন করা হয়। দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা করেন পৌর আ.লীগের সাধারণ সম্পাদক নবনির্বাচিত পৌর মেয়র মতিয়ার রহমান, আ.লীগ নেতা গোলাম ফারুক আরিফ, সিরাজুল ইসলাম, শফিকুল আলম, এরশাদ মাস্টার, ইদ্রিস আলী, আতিয়ার রহমান হাবু, হাসান খালেকুজ্জামান, আব্দুল জব্বার, হাজি জয়নাল আবেদীন, মঈনুদ্দিন মন্টু, যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, ফয়সাল প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। গতকাল রোববার জীবননগর উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। জীবননগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম ইশার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম বিশ্বাস, বাঁকা ইউনিয়ন নেতা শাখাওয়াত হোসেন ফরজ, উথলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, আন্দুলবাড়িয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম মুক্তার, সাংগঠনিক সম্পাদক মীর মকলেছুর রহমান টজো। এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি পৌর কাউন্সিলর সোয়েব আহম্মেদ অঞ্জন, সাধারণ সম্পাদক ওয়াসিম রাজা, কাউন্সিলর আবুল কাশেম, কাউন্সিলর আলী আজম, উপজেলা যুবলীগ যুগ্মআহ্বায়ক মুজিবর রহমান, যুবলীগ নেতা সালাউদ্দীন কবীর, খাইরুল বাশার শিপলু, শামীম সরোয়ার, ফারুকুজ্জামান, ইউনিয়ন যুবলীগ নেতা মশিয়ার রহমান, তরিকুল ইসলাম, ওমেদুল ইসলাম, সেকেন্দার আলী, আব্দুল কাদের, আমীর খসরু, টুটুল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম মানিক ও কলেজ শাখা সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
ইবি প্রতিনিধি জানিয়েছেন, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিল শুরু হয়। মিছিলটি ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান, যুগ্মসম্পাদক শাহিনুর রহমান, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান, ছাত্রলীগ নেতা মো. হালিম, আনিসুর রহমান, লালন রহমানসহ ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী।
মেহেরপুর অফিস জানিয়েছে: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে আলোচনাসভা অনুষ্ঠিত হয়ে। জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্মসম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, দফতর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. কাজি শহিদুল হক, জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রমহান রিটন প্রমুখ।