দেশকে নিয়ে ছিনিমিনি না খেলি দেশটাকে ভালোবাসি

মহেশপুরে মতবিনিময়সভায় নবাগত জেলা প্রশাসক সরোজ কুমার নাথ

মহেশপুর প্রতিনিধি: দেশকে নিয়ে ছিনিমিনি না খেলি দেশটাকে ভালোবাসি। গতকাল রোববার সকালে মহেশপুর উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময়সভায় নবাগত জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময়সভায় নবাগত জেলা প্রশাসক আরও বলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা আমার চাকরি জীবনের ফাউন্ডেশন। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিকালীন জেলায় যোগদানের পরদিনই আমাকে মহেশপুরে দায়িত্ব পালন করতে হয়েছে। সে কথাটি আমার আজও স্বরণ রয়েছে। তিনি শিক্ষা, দুর্নীতি ও বাল্যবিয়ে ইস্যুগুলো গুরুত্ব সহকারে দেখার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেয়র আব্দুর রশিদ খান, সরকারি কর্মকর্তাদের মধ্য প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যানদের মধ্য থেকে সিরাজুল ইসলাম সিরাজ, মহেশপুর থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি মানবাধিকার কর্মী আব্দুর রহমান, শিক্ষক প্রতিনিধি এটিএম খাইরুল আনাম, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি আব্দুস সাত্তার, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জন কুমার মাস্টার, জেলা পরিষদের সদস্য শেখ হাশেম আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, বিআরডিবি চেয়ারম্যান মীর সুলতানুজ্জামান লিটন প্রমুখ। এর আগে জেলা প্রশাসক বীর শ্রেষ্ঠ হামীদুর রহমান মিউজিয়ামে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং বীর শ্রেষ্ঠের পিতা-মাতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া ওই কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করেন। পরে উপজেলা কৃষি অফিসে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করেন। সমাজসেবা দফতর কর্তৃক প্রতিবন্ধীদের মাঝে উপবৃত্তি প্রদান ও মহিলা বিষয়ক দফতরের মাধ্যমে সাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।