দুরুদুরু ভয় আর টান টান উত্তেজনা নিয়ে আকাশে উড়লেন কুপনজয়ী ৪ জন

dlip-w

স্টাফ রিপোর্টার: শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্যদিয়ে গতরাত ৯টায় চুয়াডাঙ্গা পান্না সিনেমাহল প্রাঙ্গণে শুরু হয়েছে মহানাযজ্ঞ। ২৪ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনে প্রথা অনুযায়ী স্থানীয় সনাতন সম্প্রদায় শুভ সূচনা করলেও আজ থেকে ৮টি দল পালাক্রমে মহানামযজ্ঞে অংশ নেবেন। আয়োজনকে প্রাণবন্ত করতে চুয়াডাঙ্গার আগরওয়ালা পরিবারগুলোর পক্ষে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা সকলকে আহ্বান জানিয়েছেন।

দিলীপ কুমার গতাকাল বিকেলে তার মাসহ স্ত্রী সবিতা আগরওয়ালা এবং পরিবারের সদস্যদের নিয়ে হেলিকপ্টারযোগে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে অবতরণ করেন। হেলিকপ্টারের ফিরতি পথে কুইজের মাধ্যমে ৫ জনকে নির্বাচিত করে তাদের ঢাকায় পাঠানো হয়। দৈনিক মাথাভাঙ্গার মাধ্যমে মাত্র দুটি প্রশ্নযুক্ত কুইজের অসংখ্য আগ্রহী অংশগ্রহণ করেন। বেলা সোয়া ১২টায় মাথাভাঙ্গা দফতরে অনুষ্ঠিত কুইজ পরিচালনায় প্রধান দায়িত্ব পালন করেন দিলীপ কুমারের ছোট ভাই চুয়াডাঙ্গারই অপর কৃতীসন্তান পিন্টু আগরওয়ালা। তিনিই কূপণ তুলে বিজয়ীদের তালিকা চূড়ান্ত করেন। যারা বিজয়ী হন তাদের মধ্যে হাটকালুগঞ্জের পপি খাতুন অন্যতম হলেও তিনি অবশ্য হেলিকপ্টারে ওড়েননি। অপর ৫ জন আবেগ আপ্লুত হয়ে অধীর অপেক্ষার পালা শেষ করে হেলিকপ্টারযোগে ঢাকায় পৌঁছুনোর অভিজ্ঞতা অর্জন করেন। এরা হলেন- চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের গাড়িচালক রাফিউল ইসলাম। তিনি কুইজে অংশ নিয়ে অন্যতম ভাগ্যবান হওয়ার খবর পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। চিফ জুডিসিয়াল বিষয়টি জানার পর তার গাড়িচালকের উৎসাহ উদ্দীপনা অবলকনে তাৎক্ষণিক শুধু ছুটিই মঞ্জুর করেননি তার উত্তেজনাকর মূহূর্তকে আরও প্রাণবন্ত করতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক নিজেই গাড়ি চালিয়ে তার গাড়িচালককে পুলিশ লাইন মাঠে পৌঁছে দিয়ে হেলিকপ্টারে তুলে দেন। এছাড়া কেদারগঞ্জপাড়ার মিলন আলী, হকপাড়ার রাকিবুল ইসলাম, দৌলাতদিয়াড় বঙ্গজপাড়ার শাজাহান আলী টান টান উত্তেজনা নিয়ে হেলিকপ্টারে উড়েছেন। হেলিকপ্টারে ওঠার সময় ওদের সকলেরই হৃদয়ের স্পন্দন বেড়ে যায়। জীবনের যেকোনো প্রথম অভিজ্ঞতা মানেই তো অন্যরকম অনুভূতি। তারপর যদি হয় আকাশে ওড়া তাহলে সেই অনুভূতি কেমন তা বোদ্ধারা নিশ্চয় উপলব্ধি করতে পারছেন। এই উপলব্ধি পেতে আবারও এক বছর অপেক্ষা। এই অক্টোবরেই ফের পান্না সিনেমা হল প্রাঙ্গণে হবে মহানাম যজ্ঞ। সব কিছু ঠিকঠাক থাকলে আয়োজক দিলীপ কুমার আগরওয়ালা অবশ্যই হেলিকপ্টারে ওড়ার ভাগ্যবান খুঁজতে ছাড়বেন কূপণ।