দীর্ঘ ৫৩ বছর পর ঝিনাইদহের হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

 

 

ঝিনাইদহ অফিস: অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ ৫৩ বছর পর ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হতে যাচ্ছে। আগামী ২৫ আগস্ট সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে চলছে তাদের নির্বাচনী কার্যক্রম। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের মন জয় করার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। ১ হাজার ১১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা করবেন ঝিনাইদহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ কামরুজ্জামান।

এবারের নির্বাচনে দুটি প্যানেল ভোটযুদ্ধে অংশগ্রহণ করছে। এর মধ্যে রয়েছে পদ্মাকর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিকাশ কুমার বিশ্বাস, অপর প্যানেলে রয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী ইমাজুল হোসেন। অভিভাবক প্রার্থীরা হলেন বিকাশ বিশ্বাস প্যানেলে মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, ফারুক হোসেন, ইসাহাক সরদার ও সুকুমার কুন্ডু, অপরদিকে ইমাজুল প্যানেলে রয়েছেন ছয়াইল গ্রামের মিজানুর রহমান, পুটিয়া গ্রামের তাসিরুল ইসলাম ও রবিউল ইসলাম। ভোটাররা জানান, এ নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী জানান,১৯৬৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম নির্বাচনের মাধমে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে অভিভাবক ও এলাকার সচেতন মহল নতুন কমিটির হাতে দায়িত্ব তুলে দিতে সেই অপেক্ষার প্রহরগুনছেন। তারা আশা করছেন যে প্যানেলই নির্বাচিত হোক না কেন তাদের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং এ বিদ্যালয়টির লেখাপড়ার মান উন্নয়নে তারা অগ্রণী ভূমিকা রাখবে।