দিল্লির আইনমন্ত্রী জিতেন্দর সিং গ্রেফতার

মাথাভাঙ্গা মনিটর: সনদ জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছেন দিল্লির আইনমন্ত্রী জিতেন্দ্র সিং তোমার। গতকাল মঙ্গলবার সকালে আম আদমি পার্টির এই নেতাকে তার বাসভবন থেকেই গ্রেফতার করে হাউস খাস পুলিশ স্টেশনে জেরা করতে নিয়ে যায় পুলিশ। গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে আম নেতা সঞ্জয় সিং অভিযোগ করেছেন, দিল্লি সরকারের ওপর চাপ বাড়াতে এভাবে ‘ক্ষমতার অপব্যবহার’ করছে কেন্দ্র।

স্থানীয় পুলিশ জানায়, গতরাতে জিতেন্দ্র সিঙের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। ভুয়া ডিগ্রির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ৪২০ (প্রতারণা) সহ ইন্ডিয়ান পেনাল কোডের একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ৪২০’র সাথে তার বিরুদ্ধে আইপিসি-র ৪৬৭ (জালিয়াতি), ৪৬৮ (প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি) ও ১২০ (বি) (অপরাধমূলক ষড়যন্ত্র) মামলা দায়ের করা হয়েছে।