দিল্লিতে সৌদি কূটনীতিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত একজন সৌদি কূটনীতিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ, রাজধানী দিল্লির উপকণ্ঠে গুরগাঁও-তে বিলাসবহুল ফ্ল্যাটে তিনি দু নেপালি নারীকে টানা কয়েক মাস ধরে আটকে রেখে লাগাতার ধর্ষণ করেছেন। এ সময় তাদের ওপর বিকৃত যৌন নির্যাতন চালানো হয়। গত সোমবার রাতে স্থানীয় একটি এনজিও-র করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে দু নেপালি নারীকে উদ্ধার করে। পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ওই সৌদি কূটনীতিকের কী ধরনের ডিপ্লোম্যাটিক ইমিউনিটি বা কূটনৈতিক রক্ষাকবচ আছে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে পুলিশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পুলিশের কাছে গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। সৌদি দূতাবাসের সাথেও এ ব্যাপারে তাদের যোগাযোগ হয়েছে বলে জানা গেছে। দিল্লির নেপাল দূতাবাসও গোপন সূত্রে নির্যাতনের খবর পেয়ে ভারতীয় কর্তৃপক্ষকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে অনুরোধ করেছিলো। উদ্ধার হওয়া ৫০ ও ২০ বছর বয়সী দু নেপালি নাগরিক পুলিশকে জানিয়েছেন, ওই ফ্ল্যাটে প্রায় চার মাস ধরে তাদের আটকে রাখা হয়েছিলো।