দিল্লিতে আম আদমি পার্টির বিশাল জয়

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের দিল্লির বিধান সভার নির্বাচনে বিশাল জয় পেয়েছে আম আদমি পার্টি (আপ)। গতকাল মঙ্গলবার সকাল আটটায় একযোগে শুরু হয় এ ভোট গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসনের চেয়ে বেশি আসনে জয়ী হয়েছে আপ। ৭০টি আসনের মধ্যে আম আদমি ৬৭টি আসনে জয়লাভ করে বাজিমাত করেছে। নরেন্দ্র মোদির বিজেপি বাকি ৩টি আসনে জয়লাভ করেছে। টানা ১৫ বছর দিল্লি শাসন করা কংগ্রেস গত নির্বাচনে ৮টি আসন পেলেও এবার একটিতেও জিততে পারেনি। আগামী ১৪ ফেব্রুয়ারি শনিবার রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। এদিকে আম আদমি পার্টির বিশাল জয়ে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিল্লির বিধানসভা নির্বাচনে পরাজয় স্বীকার করে কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেন। টুইট বার্তায় মোদি লেখেন- তিনি অরবিন্দ কেজরিওয়ালের সাথে ফোনে কথা বলেছেন এবং তাকে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি তাকে দিল্লির উন্নয়নে কেন্দ্রের সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, ২০১৪ লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি এগিয়েছিলো-৬০টি বিধানসভা আসনে, আপ এগিয়েছিলো-১০টিতে। দিল্লির ৭ লোকসভা কেন্দ্রেই জিতেছিল বিজেপি। এদিকে ২০১‍৩ বিধানসভার ভোটে কংগ্রেসের জমানা শেষ হয় দিল্লিতে। তবে ম্যাজিক ফিগারে পৌছতে পারেনি কোনও দল। সত্তর আসনের বিধানসভায় কেজরিওয়ালের আম আদমি পার্টি পায় ২৮টি আসন, বিজেপি ৩১টি, আর কংগ্রেস আটটি আসন। আপকে সমর্থনে কংগ্রেস সমর্থন দিলে কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হন। কিন্তু ৩৯ দিনের মাথায় অরবিন্দ কেজরিওয়ালের সরকার পড়ে যায়।