দাম কমতে পারে আরও যে সব পণ্যের

 

 

স্টাফ রিপোর্টার: বৈদ্যুতিক বাতি ও এর ফিটিংস, সার্চ ও স্পট লাইটসহ এ ধরনের যন্ত্রাংশ,মিষ্টি বিস্কুট ও ওয়েফার,সাবান তৈরির কাঁচামাল ন্যুডল,বিভিন্ন ধরনেরপেইন্ট ও ভার্নিশ (এনামেল লেকারসহ,বিভিন্ন সুগন্ধি,প্রসাধনী ও সৌন্দর্যপরিচর্যার পণ্য,গ্যাস টিউব, ফ্লোট গ্লাস, পলিশড গ্লাস, ফ্রেমযুক্ত ওফ্রেমবিহীন কাচের আয়না,ইট, টাইলস, মোজাইকসহ নানা নির্মাণসামগ্রী,গ্যাসপাইপ,অ্যালুমিনিয়াম ফয়েল,ফিল্টার,ট্রান্সফরমার (১-৫০০ কেভি পর্যন্ত),দিয়াশলাই; সব ধরনের পার্টিক্যাল বোর্ড, হার্ড বোর্ড, প্লাইউড, দরজা, জানালা, অ্যাঙ্গেল ও প্যানেল,তাজা ও হিমায়িত মাছ,মাখন ও অন্যান্যদুগ্ধজাত পণ্য,চর্বি ও তেল,টমেটো,তাজা ও শুকনা সুপারি,গ্লুকোজ ওগ্লুকোজ সিরাপ,কোকাবিহীন সুগার কনফেকশনারি,কোকাযুক্ত চকলেট ও তা দিয়েঅন্যান্য খাদ্য তৈরির উপাদান,ফিনিশড বা সম্পূর্ণ তৈরি চকলেট,পাস্তা ওপাস্তাজাতীয় খাবার,খাদ্যশস্য,ফলের রস,সস ও একই জাতীয় পণ্য,আইসক্রিম,সালফিউরিক এসিড ও ওলিয়াম,স্যাকস ও ব্যাগ,প্রিন্টেড লেভেল,ছাপানো বই, ব্রশিউর, লিফলেট ও সমজাতীয় পণ্য,ছাপানো ছবি,রেশম বস্ত্র, ওভেনফ্যাব্রিক্স, ট্র্যাকস্যুটসহ অন্যান্য পোশাক,ব্রেসিয়ার, রুমাল, শাল, টাই, গ্লাভস, গার্ডল ও করসেট,কৃত্রিম ফুল ও ফল,ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড,সাউন্ড রেকর্ডিংস ও ভিডিও রেকর্ডিংস,ডিশের তার ও অন্যান্য বিদ্যুতপরিবাহী,ল্যাম্প কার্বন, ব্যাটারি কার্বন ও ইলেকট্রিক্যাল কাজে ব্যবহূতপণ্য,মোটরসাইকেলের সিট ও ঘূর্ণমান চেয়ারের সিট,আসবাবপত্র ও এরযন্ত্রাংশ,ম্যাট্রেস,তাস ইত্যাদি।