দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার ৪ থানার অফিসার ইনচার্জদের মধ্যে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম) জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আকরাম হোসেনের নাম ঘোষণা করেন। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাব-ইন্সপেক্টরদের মধ্যে শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে দামুড়হুদা মডেল থানার (কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ) এসআই আসাদুর রহমান আসাদ ১ম, একই থানার এসআই তপন কুমার নন্দী ২য় এবং সহকারী সাব-ইন্সপেক্টরদের মধ্যে দামুড়হুদা মডেল থানার এএসআই ইজাজুল হক ১ম এবং একই থানার সহকারী সাব-ইন্সপেক্টর মাসুদ রানা ৩য় মনোনীত হয়েছেন। জেলার পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম) পুরস্কার হিসেবে সকলের হাতেই ক্রেস্ট এবং নগদ অর্থ তুলে দেন। দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছেন, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার। কাজের ধারাবাহিকতা অক্ষুণœ রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। এদিকে দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুসহ এলাকার সচেতনমহলের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। উল্লেখ্য, গত নভেম্বর মাসে দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ কেজি ৩শ গ্রাম গাঁজা, ৩৪৩ বোতল ফেনসিডিল এবং ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এছাড়া ৪ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলার প্রায় ৩ শতাধিক আসামি গ্রেফতার করে জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে স্বীকৃতি লাভ করে।