দামুড়হুদা বোয়ালমারীর খাসজমি ভূমিহীনদের মাঝে স্থায়ী বন্দোবস্তের দাবিতে কৃষক সমিতির স্মারকলিপি

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা বোয়ালমারীর ভূমিহীনদের পক্ষে স্মারকলিপি পেশ করেছে জাতীয় কৃষক সমিতি। ভূমিহীনদের দাখিলকৃত খাসজমি স্থায়ীভাবে বন্দোবস্তের জন্য আবেদন জানান কৃষক সমিতি জেলা শাখার নেতৃবৃন্দরা। এই দাবিতে গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা জয়। এছাড়া ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার ভূমিহীন কৃষকের মুক্তি দাবিতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করেন নেতৃবৃন্দরা।

জাতীয় কৃষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক জামাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, চুয়াডাঙ্গা দামুড়হুদার নাটুদহ ইউনিয়নের বোয়ালমারী গ্রামের সরকারি খাসজমিতে দীর্ঘদিন বসবাস করে আসছেন ভূমিহীনরা। সরকারিভাবে লিজ নিয়ে ওই জমিতে চাষাবাদ করছেন তারা। এদিকে ওই জমি ভোগদখল করার পাঁয়তারা করছেন স্থানীয় কয়েকজন। বিভিন্ন সময় ভূমিহীনদের বিরুদ্ধে মামলাও করেন তারা। তবে ওই মামলার রায় হয় ভূমিহীনদের পক্ষে। এছাড়া কয়েকদিন আগে প্রহসনমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করা হয় বোয়ালমারীর ভূমিহীন কৃষক শাহাবুদ্দীনকে। গতকাল সোমবার খাসজমি স্থায়ী বন্দোবস্ত এবং গ্রেফতার শাহাবুদ্দীনকে মুক্তির আবেদন জানানো হয়। আলাদাভাবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস ও পুলিশ সুপার রশীদুল হাসানের কাছে স্মারকলিপি পেশ করেন কৃষক সমিতির নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ, জেলা সভাপতি আনোয়ার হোসেন, ওয়ার্কার্স পার্টি নেতা সৈয়দ মজনুর রহমান, যুবমৈত্রীর কেন্দ্রীয় নেতা মামুন অর রশিদসহ ভূমিহীন কৃষক নেতৃবৃন্দরা।