দামুড়হুদা কুনিয়াচাঁদপুর মাদরাসার সহকারী সুপার মোজাফফর সাময়িক বরখাস্ত : তদন্ত কমিটি গঠন

 

দামুড়হুদা অফিস:দামুড়হুদা উপজেলার কুনিয়াচাঁদপুর সিদ্দিকিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার মাও. মোজাফফর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে মাদরাসা পরিচালনা কমিটিএ সিদ্ধান্ত নেয়।

জানাগেছে, গত ১৫ আগস্ট সহকারী সুপার মাও. মোজাফফর হোসেন একই মাদরাসার প্রয়াত অফিস সহকারী নাপিতখালী গ্রামের শফিকুলের স্ত্রী বুলবুলি খাতুনকে (২৮) মোটরসাইকেলযাগে আনন্দভ্রমণে যাচ্ছিলো মুজিবনগরে। বাড়ি ফেরার পথে কানাইডাঙ্গা মোড়ে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে বুলবুলি খাতুন আহত হন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।বুলবুলি খাতুন চিকিৎসা নিয়ে গত বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন। বুলবুলির দেবর রেজাউল মাও. মোজাফফরের শাস্তি ও তার ভাবীর চিকিৎসা খরচের জন্য মাদরাসা কমিটি বরাবর আবেদন করেন। গতকাল মাদরাসা কমিটির জরুরি বৈঠক বসে। বৈঠকে সহকারী সুপার মাও. মোজাফফর হোসেনকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্তে উপনীত হয়। সেই সাথে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।ওই কমিটি ১০ দিনের মধ্যে রিপোর্ট দাখিলের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়। সেই সাথে চিকিৎসা খরচের জন্য ২০ হাজার টাকা দিতে বলা হয়েছে। মোজাফফরের বাড়ি দামুড়হুদা পুরাতন বাস্তপুর গ্রামে হলেও দামুড়হুদা শহরের স্টেডিয়ামপাড়ায় বসবাসরত আছেন। বর্তমানে তার স্ত্রীর সাথেও সম্পর্ক ছিন্ন রয়েছে।

এলাকায় গুঞ্জন উঠেছে তিন সন্তানের জনক মোজাফফর বুলবুলির স্বামী শফি মারা যাওয়ার পরে তার সাথে গভীর প্রেমসম্পর্ক গড়ে ওঠে। এলাকাবাসী সহকারী সুপার মাও. মোজাফফর হোসেনকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।