দামুড়হুদা কার্পাসডাঙ্গার মোটরশ্রমিক ইউনিয়নের নির্বাচন জমে উঠেছে ৫টি পদের বিপরীতে ভোটযুদ্ধে নেমেছেন ১০ জন

কার্পাসডাঙ্গা থেকে শরীফ রতন: চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্পাসডাঙ্গা শাখা কার্যালয়ের দ্বিবার্ষিক নির্বাচন-২০১৪ অনুষ্ঠিত হবে আগামী ১৩ জানুয়ারি। ইতোমধ্যে নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে গত ৮ ডিসেম্বর। নির্বাচন তফশিল অনুযায়ী সম্পন্ন করা হয়েছে মনোনয়নপত্র দাখিল, বাছাইপর্ব, প্রত্যাহারসহ প্রতীক বন্টন। এ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা বেশ জোরেসোরে চালিয়ে যাচ্ছেন তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা। ছবি সম্মিলিত পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে কার্পাসডাঙ্গা বাজার ও পার্শ্ববর্তী এলাকা। প্রার্থীরা ক্লান্তিহীনভাবে ছুটছেন ভোটারদের দারে দারে; করছেন ভোটপ্রার্থনা। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ততোই বাড়ছে প্রার্থীদের তোড়-জোর। মোটরশ্রমিকদের মধ্যে বিরাজ করছে নির্বাচনী আমেজ। এ নির্বাচনে ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে আবুল হাশেম, সহসম্পাদক পদে জামাত আলী, সাংগঠনিক সম্পাদক পদে মো. রফিক, অর্থ সম্পাদক পদে আব্দুর রহিম, সড়ক সম্পাদক পদে বাবু ও প্রচার সম্পাদক পদে ইসমাইল হোসেন। ভোটযুদ্ধে মাঠে রয়েছেন ৫টি পদের বিপরীতে ১০ জন।  এদের মধ্যে সভাপতি পদে ৩ জন। এরা হলেন- আলাল হোসেন (হারিকেন), লিয়াকত আলী (ছাতা) ও শওকত আলী (বাই সাইকেল)। সাধারণ সম্পাদক পদে ২ জন। এরা হলেন- মুলতান হোসেন (দেওয়াল ঘড়ি) ও মফিজুর রহমান মজনু (কুড়ে ঘর)। কার্যকারী সদস্য ৩টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৫ জন্য। এরা হলেন- হাসান আলী মন্টু (ফুটবল), আলমগীর হোসেন (চাকা), মো. সবেদার (মোরগ), মোহাম্মদ আলী (আম) ও হায়দার আলী (হাতপাখা)। এ নির্বাচনে ৪শ জন ভোটার বিরতিহীনভাবে নিজ কার্যালয়ে ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রার্থীকে। এ নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠন করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। এ কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম। অন্যান্য সদস্যরা হলেন- হেলাল উদ্দীন, লুৎফর রহমান, সিদ্দিক খরা, মখলেছুর রহমান রিপন ও এনামূল হক মুকুল। আগামী ১৩ জানুয়ারি এ নির্বাচনে কার গলায় পড়বে বিজয়ের মালা, হাসবে বিজয়ের হাসি তা শুধু দেখার অপেক্ষায় শ্রমিকরা।