দামুড়হুদা কার্পাসডাঙ্গা পুলিশের হাতে চোরাই ছাগল ও করিমনসহ দুজন আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় চোরাই ছাগল ও করিমনসহ অভিযুক্ত দু’চোরকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল বুধবার বাত সড়ে ৮টার দিকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এএসআই মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে ফকিরাখালী নামক স্থানে টহলরত ছিলো। চোরেরা একই স্থান দিয়ে করিমন যোগে দ্রুত গতিতে যেতে থাকে পুলিশ লাইট মেরে দাড়াতে বললে চোরেরা না দাড়িয়ে দ্রুত গতিতে যেতে থেকে। পুলিশও পিছন থেকে ধাওয়া করলে কার্পাসডাঙ্গা মিশনপাড়ার নিকটবর্তী এমআর ব্রিক্সের নিকট করিমন ও একটি চোরাই খাঁসি (ছাগল) ফেলে পালিয়ে যায়। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আইসি আসাদুর রহমান আসাদের নির্দেশে চোরাই ছাগল ও করিমন পুলিশ ফাঁড়িতে রেখে সঙ্গীয় ফোর্স নিয়ে চোরচক্রকে আটকের জন্য অভিযানে নামেন। অভিযান চালিয়ে প্রত্যক্ষভাবে জড়িত দুজন চোরকে গতরাত ১১ টার দিকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। এরা হলো দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি পশ্চিমপাড়ার ছালামের ছেলে আবু হায়াত ও রহমান ম-লের ছেলে বিপ্লব। উদ্ধারকৃত ছাগল ও করিমন বুধবার রাতেই দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।