দামুড়হুদা ও জীবননগরে বিজিবির অভিযানে ফেনসিডিলসহ ভারতীয় মালামাল উদ্ধার

জীবননগর ব্যুরো/দর্শনা অফিস: দামুড়হুদা ও জীবননগর এলাকার বিভিন্ন ক্যাম্প বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়েছে। উদ্ধার করেছে ফেনসিডিলসহ ভারতীয় মালামাল। চুয়াডাঙ্গার গুলশানপাড়ার শুকুরের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গত পরশু বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার তোতা মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান উপজেলার উথলী ইউনিয়নের সিংনগর গ্রামে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ফেলে পালিয়ে যায় এক মাদককারবারী। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে ১শ বোতল ফেনসিডিল। এ ঘটনায় হাবিলদার তোতা মিয়া বাদী হয়ে ওই দিনই চুয়াডাঙ্গার গুলশানপাড়ার আজিজুর রহমানের ছেলে শুকুর আলীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করেছেন। একই দিন সকাল ৬টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার আরাফাত উল্লাহ সঙ্গীয় সদস্যদের নিয়ে নিমতলা বিএসপি মাঠে মাদকবিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১শ ৮২ বোতল ফেনসিডিল, ১২ বোতল ভারতের বিভিন্ন কোম্পানির মদ, ১ হাজার ২শ ভারতীয় হাত ঘড়ির ব্যাটারি ও ৫ হাজারটি টিভি কার্বন ফ্লিম রেজিস্টার উদ্ধার করেছেন। দুপুর দেড়টার দিকে আনন্দবাস বিজিবি ক্যাম্পের হাবিলদার ফয়জুল হক সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে আননন্দবাস মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছেন ৫ হাজারটি ভারতীয় টিভি কার্বন ফ্লিম রেজিস্টার ও ১ হাজারটি হাত ঘড়ির ব্যাটারি। এছাড়া আগের দিন বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে হাসাদাহ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছেন ১টি ভারতীয় মোটরসাইকেল।