দামুড়হুদা উপজেলা আ.লীগ নেতা মমিন মাস্টারের জামিন লাভ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মমিন মাস্টার জামিনে মুক্ত হয়েছেন। তিনি গত ২১ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। তিনি ১৫ দিন জেলহাজতে থাকার পর গতকাল সোমবার জামিনে মুক্ত হন। আ.লীগ নেতা মমিন মাস্টার জামিনে মুক্ত হওয়ার খবর শুনে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ইউনিয়ন আ.লীগ নেতা শফিউল আলম সন্টু মেম্বার, লোকমান হোসেন, উপজেলা যুবলীগ নেতা ইউসুফ আলী, সেলিম উদ্দিন বগা, হযরত আলী, আব্দুল হালিম ভুট্টু, হাসান মেম্বার, জাহাঙ্গীর, রকিবুল, জমাত, শাহিনসহ দলীয় নেতাকর্মীরা গতকাল সন্ধ্যায় তাকে জেলগেট থেকে মোটরসাইকেল শোভাযাত্রা করে দামুড়হুদায় নিয়ে আসেন। তিনি দামুড়হুদায় পৌঁছানোর পর চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, জেলা আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম, উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. রফিকুল আলম রান্টু, দর্শনা পৌর আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা আ. লীগের সহসভাপতি রবিউল হোসেন প্রমুখ তার সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি বলেন, মিজান চেয়ারম্যান হত্যাকাণ্ডের সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।