দামুড়হুদায় ৭১’র মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা বিষয়ক প্রামাণ্যচিত্র

মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ চলচ্চিত্র প্রদর্শি

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা বিষয়ক প্রামাণ্যচিত্র মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে দামুড়হুদা মডেল থানার আয়োজনে থানা চত্বরে প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুরু হয়। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চলচ্চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এএসপি (প্রবি) আব্দুল্লাহ আল মাসুদ, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক আজিজুল হক, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন, আওয়ামী লীগ নেতা আমিন উদ্দিন বেল্টু, উপজেলা যুবলীগ আহ্বায়ক শফিউল কবির ইউসুফ, যুগ্মআহ্বায়ক এসএম মহসীন আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকুসহ হাজারো দর্শক প্রামাণ্যচিত্রটি উপভোগ করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবীব।