দামুড়হুদায় সমন্বয়সভায় উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু

চলমান উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হবে
দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদা উপজেলা পরিষদের মাসিক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলমান প্রতিটি উন্নয়ন প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নের তাগিদ দেয়া হয়েছে। সেই সাথে সকল বিভাগীয় কর্মকর্তাকে জনবান্ধব প্রশাসন হিসেবে দায়িত্ব পালনসহ কেউ যেন হয়রানির শিকার না হয় সে দিকটিও খেয়াল রাখার অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে কার্ডধারী হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু হয়েছে। কার্যক্রম যথাযথভাবে বাস্তায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয়সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা নির্বাচন অফিসার মোহা. আব্দুল হাদী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, সহকারী প্রকৌশলী (দুর্যোগ) নুরুজ্জামান, উপজেলা সমবায় অফিসার অশোক কুমার বিশ্বাস, সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববি, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মাজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ) আব্দুল কাদির, সহকারী প্রোগ্রামার (আইসিটি) আরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জিন্নাত আলী, উপজেলা বনবিভাগ কর্মকর্তা রকিব উদ্দীন, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, আজিজুল হক, এসএএম জাকারিয়া আলম, খলিলুর রহমান ভুট্টু, প্রভাষক শরীফুল আলম মিল্টন, নিজাম উদ্দীন, শফিকুল ইসলাম, শাহ মো. এনামুল করীম ইনু প্রমুখ। সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা চেয়ারম্যানের সিএ জসিম উদ্দীন।