দামুড়হুদায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক সভায় দামুড়হুদা মডের থানার ওসি

 

নিরাপত্তার স্বার্থেই বাজারে সিসি ক্যামেরা বসাতে হবে

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের সামনে বাজার বনিক সমিতির সাথে পুলিশ প্রশাসনের ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা দামুড়হুদা বাজার বনিক সমিতির সভাপতি হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজি মোফাজ্জেল হোসেন, হাজি ইউনুছ আলী, রবিউল হোসেন, আজিজুল হক, মফিজুল ইসলাম, আশরাফ আলী, মোতালেব হোসেন, আশাদুল আলম শাহিন, আশেখ উদ দৌলা লিটন, আব্দুল হালিম ভূট্টু, নাসির উদ্দিন, আবুল হাশেম, মালিক,আমিরুল ইসলাম, আ. হামিদ, বেল্টু, রিপন, মমিন প্রমূখ।

প্রধান অতিথি দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে আপনারা নিজেদের সন্তানদের নিয়মিত খোঁজ খবর রাখবেন। তারা কার সাথে মেশে, সন্ধ্যার পর বাড়ি ফিরলো কি-না তা খতিয়ে দেখতে হবে। সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে। এলাকায় অপরিচিত কাউকে দেখলে তার বিষয়ে খোঁজ খবর নিতে হবে। প্রয়োজনে তা পুলিশকে জানাতে হবে। একটি গোষ্ঠি জঙ্গি হামলা চালিয়ে এদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে মরিয়া হয়ে উঠেছে। তারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে সুকৌশলে যুবকদের বিপথে ঠেলে দিচ্ছে।  আর ওই সমস্ত যুবকরা বাড়িতে কিছু না বলে হঠাত নিখোঁজ হচ্ছে। এলাকায় যদি ওই রকম কোনো কিশোর/যুবক বা অন্য কেউ নিখোঁজ থাকে তা পুলিশকে জানাতে হবে। ইতঃমধ্যেই প্রতিটি এলাকায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। দামুড়হুদা বাজারের পুরো এলাকায় নিরাপত্তা বলায় গড়ে তুলতে হবে। গভীর রাতে বাজারে কারা ঘোরাফেরা করে, নৈশ্য প্রহরীরা ডিউটি না করে ঘুমাচ্ছে কি-না তার সঠিক মনিটরিং প্রয়োজন। এজন্য পুরো বাজার এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা খুবই জরুরি। তিনি বাজারে সিসি ক্যামেরা বসানোর আহ্বান জানিয়ে আরও বলেন, আপনাদের কোন ভয় নেই। পুলিশ আপনার সাথেই আছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ।