দামুড়হুদায় সন্তানের লোভ দেখিয়ে নি:সন্তান গৃহবধূর দেহভোগ শেষে অপহরণের অভিযোগ

 

৩২ দিনের মাথায় গৃহবধূকে উদ্ধার করলো পুলিশ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় অপহৃত গৃহবধূকে অপহরণের ৩২ দিনের মাথায় মাগুরা থেকে উদ্ধার করেছে দামুড়হুদা থানা পুলিশ। সে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার আরামডাঙ্গা গৃহবধূ। মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদের নেতৃত্বে মালার তদন্তকারী কর্মকর্তা (তদন্ত) আব্দুল খালেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মাগুরা জেলার জাগলা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির তালাবদ্ধ ঘর থেকে তাকে উদ্ধার করেন। অপহৃত গৃহবধূ উদ্ধার হলেও পলাতক আছে মামলার একমাত্র আসামি ঠাকুরপুর গ্রামের কবিরাজ মোতালেব।

থানা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদাবরি গ্রামের মেয়ে একই উপজেলার কার্পাসডাঙ্গার আরামডাঙ্গায় প্রায় ৭ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের কোনো সন্তান না হওয়ায় স্বামীর পরিবারের লোকজন গৃহবধূকে নানা কূটক্তিসহ মানষিকভাবে নির্যাতন চালিয়ে আসছিলো। গৃহবধূ সন্তানের আশায় বহু ডাক্তারের কাছে চিকিৎসা নেয়। কিন্ত কিছুতেই কোনো কাজ না হওয়ায় শেষমেষ ঠাকুরপুর গ্রামের মৃত ইয়াজুল ইসলামের ছেলে কবিরাজ মোতালেব হোসেনের কাছে কবিরাজি চিকিৎসা নেয়া শুরু করে। গত ২ সেপ্টেম্বর সকালে গৃহবধূ তার পিতার বাড়ি সদাবরি থেকে স্বামীর বাড়ি আরামডাঙ্গা আসার পথে নিখোঁজ হয়। পরদিন গূহবধূর ভাই এ সংক্রান্তে দামুড়হুদা থানায় একটি জিডি করেন। থানা পুলিশ নিখোঁজ গৃহবধূর অবস্থান সম্পর্কে জানতে মোবাইলফোন ট্রাকিং শুরু করেন। মোবাইলফোন ট্রাকিংয়ের এক পর্যায়ে পুলিশ নিশ্চিত হন ওই কবিরাজ মোতালেবই তার সমস্ত খোঁজ খবর জানে। পুলিশ কবিরাজ মোতালেবকে ধরতে গত ২৭ সেপ্টেম্বর তার বাড়িতে হানা দেয়। মোতালেব পুলিশের উপস্থিতি টের পেয়ে পানিতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। তার বিরুদ্ধে রুজু করা হয় মামলা। এরই এক পর্যায়ে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদের নেতৃত্বে মালার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) আব্দুল খালেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাগুরা জেলার জাগলা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির তালাবদ্ধ ঘর থেকে তাকে উদ্ধার করেন। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃত গৃহবধূকে উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।