দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে স্বাক্ষর জালকারীর কারাদণ্ড

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় স্বাক্ষর জালকারী রবিউল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রবিউল দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২৫) গত ২ আগস্ট অনুষ্ঠিত দামুড়হুদা উপজেলা সেচ কমিটির সভার রেজুলেশন জাল করে গভীর নলকূপের অনুমোদিত ব্যক্তির স্থলে তার নিজের নাম লিখে অবৈধভাবে বিদ্যুত সংযোগ স্থাপন করেন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হয়ে পড়লে দামুড়হুদা উপজেলা উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) শাহজালাল আবেদীন বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিতভাবে জানান। লিখিত অভিযোগ পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৮৬ ও ১৮৮ ধারায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দামুড়হুদা মডেল থানার এসআই সুব্রত বিশ্বাস ও নাজির হামিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন।