দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মদ্যপবস্থায় শাহাজুল, সঞ্জয় হালদার ও জহির আলী নামের ৩ জনকে আটকের পর তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানাসহ কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুরের মৃত রহমতুল্লাহর ছেলে শাহাজুল ইসলাম, ছোটদুধ পাতিলা গ্রামের শ্রী ভজহরি হালদারের ছেলে শ্রী সঞ্জয় হালদার এবং একই গ্রামের ফজর আলীর ছেলে জহির আলী গতকাল সন্ধ্যা ৬টার দিকে দর্শনা থেকে মদপান করে দামুড়হুদা অভিমুখে আসার সময় দর্শনা রেলগেট নামকস্থানে দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই একরাম ও এসআই বজলুর রহমান তাদেরকে আটকের পর বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিমকে জানান। তিনি তাৎক্ষনিকভাবে ওই তিনজনের বিরুদ্ধে মাদক আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাহাজুলকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ৫শ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড এবং অপর দু অভিযুক্ত সঞ্জয় ও জহিরকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ৫শ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ দিন করে কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের গতকাল রাতেই কারাগারে প্রেরণ করেছে পুলিশ।