দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতার কারাদণ্ড

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় কোরবান আলী (২৫) নামের এক গাঁজা বিক্রেতার ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সে দর্শনা মোবারকপাড়ার হোসেন আলীর ছেলে। গতকাল শনিবার বিকেলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিল্পনগরী দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার হোসেন আলীর ছেলে কোরবান আলী গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা কেরুজ ২ নং গেটের কাছে গাঁজা বিক্রি করছে। দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের এসআই সাইদুর রহমান গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে ২শ গ্রাম গাঁজাসহ আটক করেন। পরে দুপুর ২টার দিকে তাকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই গাঁজা বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। উপজেলা নির্বাহী অফিসারের ফয়জুল ইসলাম ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন।