দামুড়হুদায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অবহিতকরণসভা অনুষ্ঠিত

দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় আগামী ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও কর্মপরিকল্পনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ’র সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জিন্নাত আলী, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক শমশের আলী, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে মোবারক শিলন, সেনেটারি ইন্সপেক্টর জামাত আলী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম, কামাল হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক আতিকুর রহমান, শাহীন সুলতান, হাসানুল আলম প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ স্বাগত বক্তব্যে বলেন, আগামী ১১ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৬৮টি অস্থায়ী কেন্দ্রে এবং দামুড়হুদা ও দর্শনা বাসস্ট্যান্ডে আরও দুটি অতিরিক্ত কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ২৮৭ জন শিশুকে ভরা পেটে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ হাজার ৮৫৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। কর্মসূচি সফল করতে ১০ জানুয়ারি এ সংক্রান্তে মাইকিং করা হবে। এছাড়া উপজেলার সকল মসজিদে মসজিদে ১০ জানুয়ারি শুক্রবার জুম্মার খুতবায় প্রচারের জন্য সকল সম্মানিত ইমামদের প্রতি অনুরোধ জানানো হয়।