দামুড়হুদায় প্রতারকচক্রের অপতৎপরতা : কারাগারে থাকা হোগলডাঙ্গার বুলবুল অসুস্থ্যতার কথা বলে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা

 

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দী হোগলডাঙ্গার গনি মাস্টারের ছেলে বুলবুল অসুস্থ্য। তাকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। ৪০ হাজার টাকা দ্রুত পাঠানোর ব্যবস্থা করেন। তা নাহলে তাকে বাঁচানো সম্ভব নয়। দামুড়হুদা মডেল থানার দারোগা পরিচয়ে ০১৭৭০-২১০৪৩৮ এ নম্বর থেকে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নতিপোতা ইউনিয়নের ইউপি সদস্য হোগলডাঙ্গার শফিকুল ইসলামের কাছে উপরোক্ত কথাগুলো মোবাইরফোনে জানানো হয়। সে বলে আপনি যেহেতু ওই গ্রামের মেম্বার তাই বিষয়টি আপনাকে জানালাম। আমি সহকারী জেলার সাহেবের মোবাইল নাম্বার দিচ্ছি বলে ০১৭৬৫-৭২৭১৩৮ এ নম্বরটি দেয়। প্রতারকচক্র আরও বলে আপনি দ্রুত বুলবুলের পরিবারের লোকজনের সাথে কথা বলে টাকার ব্যবস্থা করেন। পরে ০১৭৬৫-৭২৭১৩৮ নম্বরে ফোন দেয়া হলে সে একই কথা বলে এবং বলে ফরিদপুর মেডিকেল কলেজের ডাক্তারের নম্বর দিচ্ছি। আপনি ০১৯৯৩-৯৯৪৪০৬ এ নম্বরে কথা বলেন। পরে বুলবুলের বড় ভাই সাফায়েত মাস্টার ০১৭৬৫-৭২৭১৩৮  নম্বরে কথা বললে প্রতারকচক্র সহকারী জেলার বলে পরিচয় দেয় এবং বলে আপনার ভাইয়ের চিকিৎসা বাবদ ১ লাখ ২০ হাজার টাকা লাগবে। সরকার ৮০ হাজার টাকা দেবে আর আপনারা দেবেন ৪০ হাজার টাকা। ওই ৪০ হাজার টাকা আপনারা দ্রুত বিকাশে পাঠানোর ব্যবস্থা করেন। সাফায়েত মাস্টার বিষয়টির বিস্তারিত জানার চেষ্টা করলে প্রতারকচক্র ওই ৩ নম্বরই বন্ধ করে দেয়। এ বিষয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় দামুড়হুদা মডেল থানায় একটি জিডি করার প্রস্তুতি চলছিলো।

উল্লেখ্য, দামুড়হুদার হোগলডাঙ্গা গ্রামের গনি মাস্টারের ছেলে বুলবুল এনএসআই পরিচয় দিয়ে দামুড়হুদা দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নারায়ণ চন্দ্র পালের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই মামলায় সে বর্তমানে জেলহাজতে আছে।