দামুড়হুদায় পল্লি সঞ্চয় ব্যাংকের উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার আবদুস সামাদ

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় পল্লি সঞ্চয় ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচনের মধ্যদিয়ে পল্লি সঞ্চয় ব্যাংক দামুড়হুদা উপজেলা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি ব্যাংক চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

তিনি বলেন, পল্লি সঞ্চয় ব্যাংকই হবে এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নুতন ঠিকানা। এ ব্যাংকের মাধ্যমে তারা সঞ্চয়সহ ঋণ আদান প্রদানের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলবে। তিনি বিকেল ৫টার দিকে উপজেলার শিবনগর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি পরিদর্শন করেন এবং সদস্যদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এর আগে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের প্রধানদের সাথে মতবিনিময় করেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা সাব রেজিস্ট্রার শ্রী মানিক চন্দ্র মুখার্জি, উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ এনামুল করিম ইনু, পল্লি সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক তানভীর আহম্মেদ রুবেল, ফিল্ড সুপারভাইজার আশরাফুল হক, ফিরোজুল হক, কম্পিউটার অপারেটর মাহবুব রহমান, মাঠসহকারী আতিয়ার রহমান, শেখ মামুন উর রহমান, জামিরুল ইসলাম, আরিফুল ইসলাম, খাইরুল ইসলাম, শ্রী শ্যামল কুমার, নাছরিন সুলতানা, এশিয়া ব্যাংকের প্রতিনিধি সাজেদুল ইসলামসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের প্রধানগণ।

উল্লেখ্য, সারাদেশে ৪৮৫টি পল্লি সঞ্চয় ব্যাংকের মধ্যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ইতোমধ্যেই ১০০টি শাখার একযোগে উদ্বোধন করেছেন।