দামুড়হুদায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে স্বাধীনতা দিবস পালিত

দামুড়হুদা ব্যুরো : দামুড়হুদায় বর্ণিল আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২০ উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হলেও করোনা ভাইরাসের কারণে শেষমেষ তা ভেস্তে গেছে। বাতিল করা হয় জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ কর্মসূচিও। করোনা ভাইরাস সংক্রমন রোধে গন-জমায়েত এড়াতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক অন্যান্য কর্মসূচি বাতিল করে শুধুমাত্র জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে। সকাল ৬ টায় ৩১ বার তোপধ্বনি শেষে সকাল ৮ টায় দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালের পাশেই অস্থায়ী মঞ্চে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন, দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক ও দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহি উদ্দিন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান আজিজুল হক, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, নাসির উদ্দীন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, উপজেলা সহাকরী প্রোগ্রামার (ব্যানবেইজ) আরিফুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জিন্নাত আলী, ফায়ার সার্ভিস কর্মকর্তা মীর মোশারফ হোসেন, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হযরত আলী, আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী খান ইছা মেম্বার প্রমূখ। সার্বিক তত্তাবধানে ছিলেন নাজির ওমর ফারুক।