দামুড়হুদায় নতুন ধারায় সরকারিসেবা প্রদান পদ্ধতি কর্মশালা অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় নুতন ধারায় সরকারিসেবা প্রদান পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিতে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবু হাসানুজ্জামান নূপুর, উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেমসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ। ক্যাসকেডিং কর্মশালা কি তা স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে কর্মশালায় উপস্থাপনসহ বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।