দামুড়হুদায় ডিজিটাল মেলা উদ্বোধনকালে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন

 

উন্নত দেশ গড়তে ডিজিটাল পদ্ধতির বিকল্প নেই

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদায় ২ দিনব্যাপি ডিজিটাল মেলার উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে স্থানীয় অডিটোরিয়ামে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুদিনব্যাপি এ ডিজিটাল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। তিনি বলেন, উন্নত দেশগুলোতে সর্বক্ষেত্রে এখন চলছে ডিজিটাল পদ্ধতির ব্যবহার। উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরও সর্বক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে কাজ করতে হবে। উন্নত দেশ গড়তে ডিজিটাল পদ্ধতির কোনো বিকল্প নেই।

সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আ. ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার নূর জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, নির্বাচন অফিসার আবু দাউদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান ওমৎস্য কর্মকর্তা আইয়ুব আলী। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর অঙ্গীকার নিয়ে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, দর্শনা কেরুজ উচ্চ বিদ্যালয়, দামুড়হুদা পাইলট মডেল হাই স্কুল, আ. ওদুদ শাহ ডিগ্রি কলেজ, উপজেলা তথ্য সেবা কেন্দ্র, দর্শনা পৌরসভা ও ৭টি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র, দর্শনা সরকারি কলেজ, নিউরন ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি দর্শনা, ছায়াপথ ডিজিটাল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, একটি বাড়ি একটি খামার, উপজেলা নির্বাচন অফিস, গ্রামীণফোনসহ প্রায় ২০টি প্রতিষ্ঠান এ ডিজিটাল মেলায় অংশ নেয়।