দামুড়হুদায় জমে উঠেছে বৃক্ষমেলা : রকমারি পসড়া সাজিয়ে বসেছেন দোকানিরা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জমে উঠেছে ৭ দিনব্যাপি ফলদ বৃক্ষমেলা। মেলা প্রাঙ্গণে প্রায় অর্ধশতাধিক দোকানি রকমারি পসড়া সাজিয়ে বাড়িয়েছেন মেলার আকর্ষণ। মেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রির পাশাপাশি আগত দর্শকদের আনন্দ বিনোদনের জন্য প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১১টা অবদি চলছে জমকালো নাচ আর গানের আসর। গতকাল সোমবার ছিলো মেলার ৫ম দিন। আর এই ৫ম দিনে মনোমুগ্ধকর নাচ গানের মধ্যদিয়ে মঞ্চ মাতালেন চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একডেমীর শিল্পিবৃন্দ। জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও যুগ্মসম্পাদক আব্দুস সালামতারার তত্ত্বাবধানে দামুড়হুদা শিল্পকলা একাডেমীর ওস্তাদ আসমত আলী বিশ্বাসের প্রাণবন্ত সঞ্চালনায় যেসমস্ত শিল্পীরা মঞ্চ মাতিয়েছেন তারা হলেন-শান্ত, সম্রাট, সাগর, শাবনুর ও তরিকুল। নিত্য পরিবেশন করে দর্শকদের মনজয় করেন শিশুশিল্পী মনিকা। বাদ্যযন্ত্রে ছিলেন তানভির, সাগর ও মুক্ত।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিম হোসেন, সমবায় অফিসার নাসরিন নাহার, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদসহ হাজারো সঙ্গীত প্রেমি মানুষ মেলাপ্রাঙ্গণে উপস্থিত থেকে নাচ-গান উপভোগ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিম হোসেন বলেন, সকলের সহযোগিতায় বৃক্ষমেলা আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে অতিবাহিত হচ্ছে। এবছর মেলায় গাছ বিক্রির পরিমান অনেকটাই বেশি। প্রায় ৩০ থেকে ৩৫ প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের পাশপাশি বিভিন্ন জাতের ফুলের চারা সূলভ মূল্যে পাওয়া যাচ্ছে। মেলায় লোকসমাগম বেশি হওয়ায় ৭ দিনের স্থলে ১০ দিন চলবে এ ফলদ বৃক্ষমেলা।