দামুড়হুদায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

 

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। গত বৃহস্পতিবার ১০টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২৪ আগস্ট পর্যন্ত। গত বৃহস্পতিবার ২১৭ জন পুরুষ ও ১৮৫ জন মহিলা এবং গতকাল শুক্রবার ১৯৭ জন পুরুষ ও ২১৩ জন মহিলাকে (দুদিনে মোট ৮১২ জন পুরুষ ও মহিলাকে) প্রাথমিক ভোটার তালিকায় তালিকাভুক্ত করা হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ জানান, যাদের জন্ম ১ জানুয়ারি ১৯৯৭ বা তার পূর্বে এবং ভোটার হওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও ইতঃপূর্বে ভোটার হতে পারেননি হালনাগাদ কার্যক্রমে তাদেরকে নিবন্ধন করা হচ্ছে। হালনাগাদের সময় মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হচ্ছে। তিনি আরো জানান, দামুড়হুদা সদর ইউনিয়নে মঈনদ্দিন খাজা, নাহিদ হাসান, মাজহারুল ইসলাম ও রেশমা খাতুন এই ৪ জন ডাটা এন্টিঅপারেটরকে সাথে নিয়ে টিম লিডার বিকাশ কুমার সান্তারা এই কার্যক্রম পরিচালনা করছেন। এরপর পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হবে। স্ব স্ব ইউনিয়নের তথ্য সংগ্রহকারীরা ওই সমস্ত ইউনিয়নে পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার আগেই নির্ধারিত সময় ও তারিখ জানিয়ে দেবেন।