দামুড়হুদায় গরু বাঁধতে গিয়ে হাতের আঙুল হারালেন ফজিলা

স্টাফ রিপোর্টার: যে গৃহপালিত পশুর জন্য এতো পরিশ্রম। যার জন্য হাড় কাঁপানো শীতকে হার মানিয়ে পরিচর্যার জন্য নাওয়া-খাওয়া ভুলে যে গৃহপালিত পশু গরুকে করছে তরতাজা। সেই গৃহপালিত গরুকে বাঁধতে গিয়ে হাতের আঙুল ছিঁড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হলো দামুড়হুদার চারুলিয়া গ্রামের ফজিলা বেগমের। গতকাল সন্ধ্যায় আহতাবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফজিলা বেগম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার চারুলিয়া শেখপাড়ার আজিজুল হকের স্ত্রী। আহত ফজিলা বেগম বলেন, গতকাল শনিবার বেলা সাড়ে ৫টার দিকে তার একটি গরুকে খাওয়ানোর জন্য বাড়ির উঠোনে বাঁধতে গেলে দড়ি তার বুড়ো আঙুলে পেঁচিয়ে যায়। তিনি দড়ি ছাড়ানোর চেষ্টা করতে থাকেন। এ সময় গরুর লাফালাফিতে আঙুলে বাঁধা দড়িতে টান লেগে তার বাঁ হাতের বুড়ো আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।