দামুড়হুদায় গন শুনানি সফল করার লক্ষ্যে মতবিনিময়সভা অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি: সবায় মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই সেøাগানকে সামনে রেখে আগামী ২৪ অক্টোবর গণশুনানি সফল করার লক্ষ্যে দামুড়হুদায় মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দুদক কুষ্টিয়ার উপপরিচালক আব্দুল গাফ্ফার, চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান, দামুড়হুদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল গফুর, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামাল উদ্দীন। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আশরাফুল হক উলুম, আব্দুল মান্নান, রফিকুল ইসলাম পিন্টু, বশীর আহমেদ, দামুড়হুদা সদর ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেদায়েতুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. জাহিদুল হাসান নয়নসহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ। সভায় আগামী ২৪ অক্টোবর গণশুনানি সফল করার লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়।